আগরতলা, ৩০ মার্চ : প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেশবাসীর কাছে এক অনুপ্রেরণা স্বরূপ। রবিবার মজলিশপুর মন্ডলের এক নম্বর বুথে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো কুড়ি তম মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচারের ব্যবস্থা করা হয় মজলিশপুর বিধানসভা কেন্দ্রের এক নম্বর বুথে। এলাকার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় সুদীপা দেবনাথ এর বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে প্রধানর মন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শ্রবন করেন এবং অনুধাবন করেন। এই অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ,মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় উত্থাপন করেছেন। দেশের কৃষ্টি ,সংস্কৃতি, আবহাওয়া প্রভৃতি বিষয়ে আমাদের অনুপ্রেরণা দেন। টেক্সটাইল ওয়েস্টেজ ম্যানেজমেন্ট এবং জল সংরক্ষণের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী ।প্রদেশ বিজেপি সভাপতি জানান, প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেশবাসীর কাছে অন্যতম অনুপ্রেরণা স্বরূপ। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে মজলিসপুর বিধানসভা কেন্দ্রের ঘোড়ামারা ব্রিজ এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
0 মন্তব্যসমূহ