Advertisement

Responsive Advertisement

শনিবার অনুষ্ঠিত হয় বছরের প্রথম লোক আদালত



আগরতলা, ৮ মার্চ : শনিবার রাজ্যের বিভিন্ন কোর্টে লোক আদালত বসে। এদিন চলতি বছরের প্রথম লোক আদালত অনুষ্ঠিত হয়। রাজ্যের ৪২টি কোর্টে মোট ২১ হাজার ২৪৭টি মামলা নিস্পত্তির জন্যে তোলা হয়। লোক আদালতে মূলত আপোষযোগ্য মামলাগুলি তোলা হয়। এর মধ্যে ট্রাফিক চালান, বি এস এন এল এর বিল, ঋণ পরিশোধ সংক্রান্ত, বৈবাহিক, আপোষযোগ্য ফৌজদারি ও দেওয়ানি মামলাগুলি রয়েছে। এদিন সকাল থেকেই আদালত চত্বরে আসতে থাকেন বাদী ও বিবাদী পক্ষের লোকেরা। প্রতিটি মহকুমায় আইন সেবা কতৃপক্ষের উদ্যোগে লোক আদালতের আয়োজন করা হয়। বহু মানুষ এর সুবিধা নিয়ে মামলা থেকে নিস্পত্তি পান। রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের প্রতিটি মহকুমা ও জেলা আদালতেও লোক আদালত কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ