আগরতলা, ৩ মার্চ : ভারতের এবং রাজ্যের বর্তমান সরকার কতটুকু কৃষক বান্ধব তা আবারো প্রমাণিত হলো। নতুন দিল্লিতে অবস্থিত ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত কৃষকদের দিল্লিতে একটি উন্নত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচীতে অংশ নিচ্ছেন রাজ্যের কিছু কৃষক। যে সমস্ত কৃষকেরা অংশ নেবেন তারা সোমবার নয়া দিল্লির উদ্দেশ্যে ট্রেনে করে যাত্রা শুরু করেছেন। তাদেরকে অভিনন্দন জানাতে আগরতলা রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা ডক্টর ফনি ভূষণ জামাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা।
এই প্রশিক্ষণ কর্মসূচীটি ত্রিপুরার দশটি ব্যাচের কৃষকদের জন্য অনুষ্ঠিত হবে, যার প্রথম ব্যাচটি এদিন রওনা দিয়েছে। মন্ত্রী আশা ব্যক্ত করেন প্রশিক্ষণ শেষে এই কৃষকেরা রাজ্যে ফিরে এর সফল প্রয়োগ করবেন এবং অন্যান্য কৃষকদেরকেও প্রশিক্ষিত করে তুলবেন। এতে লাভবান হবেন রাজ্যের আপামর কৃষকেরা। তাই তিনি এই প্রশিক্ষণ কর্মসূচির সফলতা কামনা করেন। মন্ত্রী নিজ হাতে এই সকল কৃষকদের উত্তরীয় এবং সবুজ পতাকা নেড়ে কর্মসূচি সূচনা করেন।
0 মন্তব্যসমূহ