Advertisement

Responsive Advertisement

"লাপাতা লেডিস" চলচ্চিত্রের লেখক তথ্যচিত্র নির্মাণ করতে এলেন তালতলায়

আগরতলা, ২৩ মার্চ : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দেশের মহিলাদেরকে আর্থিক ভাবে শক্তিশালী করে তোলার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে ত্রিপুরা সরকারও রাজ্যের মহিলাদেরকে আত্মিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং স্বাবলম্বী করে তোলার জন্য নানা কাজ করছে। 
এই কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম জেলার বামুটিয়া ব্লকের অন্তর্গত তালতলা গ্রাম পঞ্চায়েতে স্থানীয় মহিলাদেরকে পুতুল তৈরি এবং পুতুল নাচের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজস্থানের পুতুল নাচ সারা দেশের মধ্যে সুপরিচিত, তাই এই পঞ্চায়েতের মহিলাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য রাজস্থান থেকে তিনজন প্রশিক্ষক নিয়ে আসা হয়েছে। স্থানীয় মহিলারাও উৎসাহের সঙ্গে এই প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের এই কাজের কথা শুনতে পেয়ে ছুটে আসেন বহি:রাজ্যে অবস্থানরত রাজ্যের আরও এক সু সন্তান বিপ্লব গোস্বামী। বর্তমানে তিনি দেশ-বিদেশে একশ পরিচিত নাম, লাপাতা লেডিস নামে একটি চলচ্চিত্রের কাহিনী লেখার জন্য তিনি সকলের কাছে পরিচিত হয়েছেন। যে চলচ্চিত্রটি ইতিমধ্যে অস্কার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে, তাছাড়া দেশ-বিদেশের বহু চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে এই সিনেমাটি। তার লেখক বিপ্লব গোস্বামী নিজের তার টিম নিয়ে ছুটে এসেছেন তালতলা গ্রাম পঞ্চায়েতে পুতুল তৈরির প্রশিক্ষণের উপর একটি তথ্যচিত্র নির্মাণ করবেন বলে। তথ্য চিত্রটি নির্মাণ হয়ে যাওয়ার পর ত্রিপুরা রাজ্যের উন্নয়নের বিষয়টিও ছড়িয়ে পড়বে দেশ-বিদেশে। বিপ্লব গোস্বামী পানীয় মহিলাদের হাতে তৈরি পুতুল এবং পুতুল নাচ দেখানোর বিষয়টি রেকর্ড করে নিয়ে যান। এই সময় উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য কর্মচারীরা। 
 এই তথ্যচিত্রের বিষয়ে বিডিও সংবাদ মাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান, তালতলা গ্রামের উন্নয়নের চিত্র এবার দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে। 
 বিপ্লব গোস্বামীর উপস্থিতির কথা শুনে আশেপাশের এলাকার লোকজন ছুটে আসেন গ্রাম পঞ্চায়েত এলাকায় তাকে এক ঝলক দেখবেন বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ