আগরতলা, ২৩ মার্চ: বর্তমানে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি পরিষেবা প্রদানের পাশাপাশি রাজ্যের ডেন্টাল কলেজেও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দাঁতের রোগীদের চিকিৎসা করা হচ্ছে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবা উন্নতির ফলে রোগীদের বহিঃরাজ্যে যাওয়ার প্রবণতাও কমেছে। আজ জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন, ত্রিপুরা শাখা, আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ও আইজিএম এর সহযোগিতায় প্রজ্ঞাভবনে আয়োজিত ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে এবং পশ্চিম ত্রিপুরায় কর্মরত কমিউনিটি হেলথ অফিসারদের একদিবসীয় কর্মশালার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের একমাত্র ডেন্টাল কলেজে নাগরিকদের পরিষেবা প্রদানের লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে। এই সকল যন্ত্রপাতির ব্যবহারের সুফল রোগীরা যেন পায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকদের ভূমিকা গ্রহণ করতে হবে। মাঝে মধ্যে চিকিৎসকদের ডেন্টাল ওয়ার্কশপে অংশগ্রহণ করতেও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসার ক্ষেত্রে আমূল পরিবর্তন হচ্ছে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করতে গেলে চিকিৎসকদের আপডেট থাকতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সদিচ্ছার ফলে রাজ্যে ডেন্টাল কলেজ চালু করা হয়েছে। সেখানে নাগরিকদের বিভিন্ন পরিষেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসকদের আরও মনোযোগ সহকারে কাজ করতে হবে। দাঁতের চিকিৎসায় থ্রিডি প্রিন্টিং, সিভিসিটি, ক্যাটক্যাম, লেসার পদ্ধতির ব্যবহার এবং দাঁতের ফিলিং এর জন্য ব্যবহৃত উপকরণ সম্পর্কে আপডেট থাকতে হবে। তিনি বলেন, বিশ্বব্যাপী প্রায় ৩.৫ বিলিয়ন মানুষ মুখের রোগে আক্রান্ত হয়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে মুখের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। পান, গুটখা ও সুপারির ব্যবহারের ফলে এই ক্যান্সারের প্রবণতা দেখা যাচ্ছে। তিনি সকলকে আরও স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য আহ্বান রাখেন। এছাড়া প্রতিদিন মুখের ভিতরের অংশের স্বাস্থ্য চর্চার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা উন্নত করার লক্ষ্যে আগরতলা সরকারি মেডিকেল কলেজে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা চালু করা হয়েছে। আগামীদিনে লিভার প্রতিস্থাপনের লক্ষ্যে কাজ করছে সরকার। মা ও শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সেখানে এমসিএচ ক্লিনিক স্থাপন করা হচ্ছে। নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সেক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদেরও নিজেদের মুখ ও দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে যাতে তাঁরা অন্যদের ভালো পরিষেবা প্রদান করতে পারেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতন করার লক্ষ্যে স্কুল হেলথ প্রোগ্রাম চালু রয়েছে। এছাড়া তিনি মুখের স্বাস্থ্য রক্ষায় রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ সকলের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা প্রফেসর (ডা.) সঞ্জীব কুমার দেববর্মা, আগরতলা সরকারী ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডাঃ শালু রাই, জাতীয় স্বাস্থ্য মিশনের সহ অধিকর্তা অরূপ দেব, ত্রিপুরা স্টেট ডেন্টাল কাউন্সিলের সভাপতি এসএম আলী প্রমুখ। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্য দপ্তরের গৃহীত বিভিন্ন উদ্যোগ সচিত্র প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা প্রশান্ত বাদল নেগী। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোশিয়েশন, ত্রিপুরা শাখার সভাপতি ডা. পার্থ রায় চৌধুরী।
0 মন্তব্যসমূহ