Advertisement

Responsive Advertisement

রাজধানীতে গাঁজাসহ আটক বিহারের যুবক-যুবতী


আগরতলা, ২৫ মার্চ : পুলিশের গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানে নেমে গাঁজা সহ দুই জনকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। আগরতলার যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন থেকে ৩৬কেজি শুকনো গাঁজা আটক করে ভিনরাজ্যের দুইজনকেও গ্রেফতার করা হয়েছে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ কর্মকর্তা দেব প্রাসাদ রায়।
 তিনি সংবাদ মাধ্যমকে জানান, গোপন সূত্রে পূর্ব আগরতলা থানায় খবর আসে যোগেন্দ্রনগর রেলস্টেশন দিয়ে পাচারকারীরা বহি:রাজ্যে গাঁজা পাচার করতে আসবে। সেই খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ এবং কলেজটিলা ফাঁড়ির পুলিশ রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় পুলিশ অভিযান শুরু করে। ওই সময় সন্দেহভাজন একজন মহিলা ও পুরুষকে দেখে পুলিশ। তখন তাদে তল্লাশি করলে ৩৬ কেজি শুকনো গাঁজা জব্দ হয়। তিনি আরও জানিয়েছেন, ধৃতরা দুইজনেই বিহারের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান তিনি। আগামী দিনেও এধরণের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন এসডিপিও। প্রায় প্রতিদিনই আগরতলা রেলওয়ে স্টেশনে গাঁজাসহ নানা ধরণের মাদক ধরা পড়ছে। তারপরও পাচারকারীদের দৌড়াত্ব কমছে না। মূলত ত্রিপুরায় কালো বাজারে গাঁজার যা দাম বিহার বা অন্য রাজ্যে পৌঁছলে তা তিন থেকে ৫গুন দামে বিক্রি হয়, তাই প্রতিনিয়ত বিহার সহ অন্য রাজ্যের পাচারকারীরা ভিড় জমায় রাজ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ