আগরতলা, ১৯ মার্চ : রাজ্যের বেশিরভাগ জায়গায় সেচ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, তাই বিভিন্ন জায়গায় জমিতে চাষ করতে পারছেন না কৃষকরা। এর ফলে ব্যাপক ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে চাষীরা। এই পরিস্থিতিতে কৃষকদের অসুবিধার কথা চিন্তা করে সরব হয়েছে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি। অবিলম্বে মাঠে জল সেচের মেশিনগুলিকে ঠিক করে প্রতিটা জমিকে চাষযোগ্য করে তোলার দাবিতে বুধবার ডেপুটেশন কর্মসূচিতে সামিল হল সারা ভারত কৃষক সভার পশ্চিম জেলা কমিটি। এদিন রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন এলাকা থেকে মিছিল করে হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় যান। সেখান থেকে প্রতিনিধি দল সেচ দপ্তরের মুখ্য বাস্তুকার সুধন দেববর্মার হাতে তাদের দাবি সনদ তুলে দেন এবং জানান অবিলম্বে যেন কৃষকদের স্বার্থে সেচ ব্যবস্থাকে স্বাভাবিক করতে হবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন সরকারের গাফিলতির কারণে শেষ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে। এর ফলে রাজ্যের হাজার হাজার বিঘা জমি পতিত রয়েছে। কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে কৃষকদের কথা চিন্তা করে সরকারকে দ্রুত বিকল সেচ মেশিন গুলোকে চালু করতে হবে। অন্যতায় তারা বড় আন্দোলন করবেন বলেও জানান।
0 মন্তব্যসমূহ