আগরতলা, ৩ মার্চ : রাজ্যে মহিলাদের সুরকার নিশ্চয়তার দাবিতে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। সেই সঙ্গে আগামী ১১ মার্চ আগরতলায় কংগ্রেসের সমাবেশ ঘিরে দলের বিভিন্ন শাখা সংগঠনগুলির সঙ্গে বৈঠক করা হয়। সেই সঙ্গে সোমবার কংগ্রেস ভবনে বৈঠক হয়
আন্তর্জাতিক নারী দিবস পালন করবে প্রদেশ মহিলা কংগ্রেস। কিভাবে ওই দিনটি পালন করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার উপস্থিতিতে সোমবার কংগ্রেস ভবনে প্রস্তুতি বৈঠক হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ মহিলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। উল্লেখ্য, ১১ মার্চ রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে বিরাট সমাবেশ করতে চলেছে প্রদেশ কংগ্রেস। দলের প্রত্যেকটি শাখা সংগঠনকে দেওয়া হচ্ছে গুরু দায়িত্ব।
0 মন্তব্যসমূহ