আগরতলা, ১৯ মার্চ : ২০২৪-২৫ অর্থ বছরে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিচালিত রাজ্যের আট জেলার চল্লিশটি ইকো ক্লাব সমন্বিত বিদ্যালয়কে ন্যাশনাল ন্যাচার ক্যাম্পিং করার জন্য ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এই উপলক্ষে বুধবার পশ্চিম জেলার গান্ধীগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ত্রিপুরেস্বরী বিদ্যা মন্দির, শঙ্করাচার্য বিদ্যায়তন(বালিকা), নন্দন নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং ইন্দ্রনগর ইংরেজি মাধ্যম উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ জন ছাত্র ছাত্রী ও দশজন শিক্ষক শিক্ষিকা সিপাহীজলা বোটানিক্যাল গার্ডেনে একদিনের জাতীয় প্রাকৃতিক ক্যাম্পিং সম্পন্ন করে। ক্যাম্পিং এর উদ্দেশ্য ছিল ছেলে-মেয়েদের মধ্যে ত্রিপুরার জৈব বৈচিত্র্যকে সংরক্ষন ও সুরক্ষিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এই উপলক্ষে ছাত্র ছাত্রীদের টি এস পি সি বি-র লোগো সমন্বিত টি -শার্ট, টুপি, রাইটিং প্যাড, কলম দেওয়া হয়। ক্যাম্পিং এ ছাত্র ছাত্রীদের মধ্যে প্রকৃতির মধ্যে হাঁটা, ক্যুইজ, বিতর্ক ও আকস্মিক বক্তৃতার আয়োজন করা হয়েছিল। বিষয়গুলি ছাত্রছাত্রী এবং উপস্থিত শিক্ষক শিক্ষিকারা দারুন ভাবে উপভোগ করেছেন।
0 মন্তব্যসমূহ