Advertisement

Responsive Advertisement

আন্দোলন প্রত্যেহারের ঘোষণা দিলো টি এস এফ


আগরতলা, ২৩ মার্চ: রোমান হরফ ইস্যুতে সড়ক অবরোধ কর্মসূচী থেকে সরে আসার ঘোষণা দিলো ছাত্র সংঘঠন টি এস এফ। রবিবার সন্ধ্যার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ছাত্র সংগঠনের নেতৃত্বের তরফে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। 
ককবরক ভাষাকে রোমান হরফে লেখার অনুমতি দেওয়ার দাবিতে শুক্রবার থেকে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছে ছাত্র সংগঠন টি এস এফ, রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা অগ্নিসংযোগ গাড়ি এমনকি এম্বুলেন্স আটক করে বিক্ষোভ প্রদর্শন করছে, এই পরিস্থিতিতে শনিবার আগরতলা প্রেসক্লাবে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে দাবী করেন তাদের আন্দোলন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হচ্ছে। সেই সঙ্গে তারা আরো দাবী করেন তাদের এই আন্দোলন নিজেদের অস্তিত্ব ও সংস্কৃতি রক্ষার লড়াই, তাদের এই দাবি যতদিন না পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে ততদিন চলবে এবং সোমবার আরো জোরালো আন্দোলনে শামিল হবেন বলেও জানিয়েছিলেন এক সাংবাদিক সম্মেলনে। কিন্তু রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর আগরতলার সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন টিএসএফ নেতৃত্বরা। বৈঠক প্রায় এক ঘণ্টা ধরে চলে। টিএসএফ ছাত্র সংগঠনের নেতৃত্বদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিএসএফের নেতৃত্বরা জানান আন্দোলন আপাতত এখানে স্থগিত করা হয়েছে। সোমবার কোন আন্দোলন এবং রাস্তা অবরোধ হচ্ছে না আপাতত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ