আগরতলা, ২২ : বিলোনিয়া মন্ডলে মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়, হল ভর্তি মহিলাদের সামনে কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং বিজেপি দল সাধারণ মানুষ এবং বিশেষ করে মহিলাদের কল্যাণে কি কি কাজ করছে এই বিষয়গুলো তুলে ধরেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের মহিলাদের ক্ষমতায়নের জন্য নানা কাজ করে চলছেন। প্রধানমন্ত্রীর এই আদর্শকে সামনে রেখে রাজ্য সরকার মহিলাদের স্বশক্তি করণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। একই ভাবে বিজেপি দলও নানা উদ্যোগ গ্রহণ করছে মহিলাদের কল্যাণে। ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মিমি মজুমদার দলে মহিলাদেরকে আরো বেশি করে যুক্ত করার লক্ষ্যে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পশ্চিম থেকে ধলাই প্রতিটি জেলার অন্তর্গত সকল মণ্ডলে ছুটে চলছেন। বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে বিজেপি দল মহিলাদের জন্য কি কি করছে একদিকে তা তুলে ধরছেন পাশাপাশি মহিলাদেরকে দলে নিয়ে আসার জন্য কাজ করে চলছেন।
এরই অঙ্গ হিসেবে শনিবার বিলোনিয়া মন্ডলের মহিলা মোর্চার উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। স্থানীয় অগ্নিবীণা কমিউনিটি হলে আয়োজিত এদিনের এই সভায়, বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের ক্ষমতায়নকে জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন। সমাজে নারীদের সমান অধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং সুযোগ সুনিশ্চিত করার জন্য একযোগে কাজ করার অঙ্গীকার করার আহ্বান জানান।
বিলোনিয়া আগ্নিবীনা কমিউনিটি হলে প্রশাসনিক এবং সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্বে থাকা মহিলা প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভা অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই সঙ্গে দিনের সভায় মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
ইতিমধ্যে মিমি মজুমদার রাজ্যের বেশিরভাগ মন্ডলেই মহিলাদের নিয়ে সভা করে নিয়েছেন। যে সকল মণ্ডলে বিজেপির বিধায়ক নেই এই মন্ডলগুলিকে তিনি বেছে বেছে অগ্রাধিকার দিচ্ছেন, যাতে করে এই এলাকাগুলোতে বিজেপি আরও শক্তিশালী হয়। নেত্রীকে ঘিরে সাধারণ মহিলাদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। প্রতিটি সভাতেই মহিলাদের উপস্থিতি প্রমাণ করে দেয় বিজেপি মহিলাদের জন্য কতটুকু গুরুত্ব নিয়ে কাজ করছে।
0 মন্তব্যসমূহ