Advertisement

Responsive Advertisement

দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে রক্তদান শিবির



আগরতলা, ১ এপ্রিল : প্রয়াত প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়। বাধারঘাট বিধানসভা কেন্দ্রের সকলের প্রিয় মানুষ প্রাক্তন মন্ত্রী দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হল মঙ্গলবার। এদিন রাজধানীর চারিপাড়ায় দিলীপ সরকারের বাসভবনে এই দিনটিকে সামনে রেখে আয়োজিত হয় এক রক্তদান শিবির ও দরিদ্র নারায়ণ সেবা। উনার অগণিত গুণমুগ্ধ এদিন উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাধারঘাট এলাকার বিধায়িকা তথা দিলীপ সরকারের ছোট বোন মিনা রানী সরকার, বিজেপি সদর জেলা শহরাঞ্চলের সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অলক রায়, অভিজিৎ মল্লিক, বাপি দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
প্রাক্তন এই বিধায়কের মৃত্যুর পর প্রতি বছরেই এই দিনটি পালন করে আসছেন তাঁর অনুগামীরা। দিলীপ সরকার ছিলেন প্রকৃত জনদরদি নেতা। সারা রাজ্যে উনার জনপ্রিয়তা ছিল। সামাজিক কাজের পাশাপাশি তিনি ছিলেন দক্ষ সংগঠক। তাই এই দিনের এই অনুষ্ঠানে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ