Advertisement

Responsive Advertisement

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু


আগরতলা, ২ এপ্রিল : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এমাসের শেষে অথবা মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে বলে জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড ধনঞ্জয় চৌধুরী। বুধবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ। ১৫ দিনের ভেতর একাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সারা রাজ্যের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের খাতা আগরতলা শহরের বিভিন্ন স্কুলগুলিতে দেখা হচ্ছে। উচ্চ মাধ্যমিকের খাতা বড়দোয়ালী উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে দেখা হবে। মাধ্যমিকের খাতা দেখা হবে কামিনী কুমার স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোধজং গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বাণী বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। প্রথম দিনে প্রতিটি স্কুলে খাতা দেখার কাজ পরিদর্শন করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। একটা সময় জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। এখন তা অনেকটা এগিয়ে মে এর প্রথম দিকেই করা হয়। তাতে পরবর্তী ক্লাস কিংবা কলেজে ভর্তির ক্ষেত্রে অনেকটা সুবিধা পায় ছাত্র ছাত্রীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ