দীপঙ্কর দেবনাথ, মোহনপুর, ২ এপ্রিল: পশ্চিম জেলার বামুটিয়া বিধানসভার উত্তর লক্ষ্মীলুঙ্গায় কৃষি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন হলো। রাজ্য সরকারের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ ছিলেন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। পাশাপাশি পশ্চিম জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুমন্ত নন্দী সহ অন্যান্য অতিথিরা ও উপস্থিত ছিলেন। সাথে ছিলেন কৃষি দপ্তরের আধিকারিকরা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় ছোট ট্রাক্টার মেশিন, ঘাস কাটার মেশিন, ওয়াটার পাম্প মেশিন সহ অন্যান্য সামগ্রী। বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন শেষে মন্ত্রী বলেন বর্তমান দেশের প্রধানমন্ত্রী কৃষি সেক্টর এবং কৃষকদের অধিক গুরুত্ব দিচ্ছে। কারণ কৃষক হচ্ছেন আমাদের অন্নদাতা। গোটা দেশ কৃষকদের উপর নির্ভরশীল। কৃষি কাজ করা লজ্জার নয়। কৃষি কাজ করা হচ্ছে গর্বের। তিনি আরো বলেন আমাদের রাজ্য বীজ উৎপাদনে স্বয়ংবর। চাষযোগ্য কোন কৃষি জমি ফেলে রাখা যাবে না। উন্নত মানের বীজ, বৈজ্ঞানিক পদ্ধতি এবং মাটি পরীক্ষা এই তিনটি জিনিসের উপর গুরুত্ব দিয়ে কৃষিকাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের রাজ্য কৃষিকাজে অনেকটা এগিয়ে রয়েছে। কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের কৃষি ব্যবস্থাপনার উপর বিশ্বাস রয়েছে। যার কারণে মনিপুর এবং মিজোরামে যে ধান উৎপাদন করবে সেটার সার্টিফাই করার দায়িত্ব আমাদের ত্রিপুরা রাজ্যকে দিয়েছে।
0 মন্তব্যসমূহ