Advertisement

Responsive Advertisement

দিল্লিতে অনুষ্ঠিত স্টার্টআপ মহাকুম্ভ ২০২৫ এ শামিল রাজ্যের দুটি সংস্থা



আগরতলা ৬ এপ্রিল : রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাইছে, তা আবারও প্রমাণিত হলো দিল্লিতে আয়োজিত স্টার্টআপ মহাকুম্ভতে রাজ্যের দুটি সংস্থাকে পাঠানোর মধ্য দিয়ে। 
৩ থেকে ৫ এপ্রিল নয়াদিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত স্টার্টআপ মহাকুম্ভ ২০২৫ এর আয়োজন করা হয়। এই কর্মসূচিতে সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে স্টার্টআপ গুলি তাদের মডেল সহ চিন্তাভাবনার বিষয়গুলো তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে। এই কর্মসূচিতে রাজ্যের নিবন্ধিত দুটি স্টার্টআপও শামিল হয়েছিল। 
 এগুলো হলো এইচএন টেকনোভেশনস এলএলপি এবং আরএনজে এগ্রিক্লিনিক অ্যান্ড এগ্রিবিজনেস প্রাইভেট লিমিটেড। এগুলো যথাক্রমে ডিফেন্স অ্যান্ড স্পেস টেক প্যাভিলিয়ন এবং এগ্রিকালচার প্যাভিলিয়নের অধীনে তাদের উদ্ভাবনী সমাধানগুলি গর্বের সাথে প্রদর্শন করছেন। এই জাতীয় মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মগুলিতে অংশগ্রহণকে সক্ষম করার জন্য স্টার্টআপ ত্রিপুরা এবং রাজ্য সরকারের আইটি বিভাগের অব্যাহত সহায়তার জন্য দুটি প্রতিষ্ঠানের তরফেই ধন্যবাদ জানানো হয়েছে। দেশের অন্যান্য প্রান্ত থেকে আসা বিভিন্ন প্রতিষ্ঠান গুলির পাশাপাশি রাজ্যের দুটি প্রতিষ্ঠান নিয়েও মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ