Advertisement

Responsive Advertisement

পাম তেল চাষ বিষয়ক একদিনের আলোচনা চক্র অনুষ্ঠিত আগরতলায়


আগরতলা, ৪ এপ্রিল : ভোজ্য তেলের জন্য ভারতবর্ষ এখনো বিদেশের উপর নির্ভরশীল। এর কারণ হচ্ছে এখনো দেশের বেশিরভাগ ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। এর ফলে দেশের একটা বড় অংশ অর্থ বিদেশে চলে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ভারত সরকার ন্যাশনাল মিশন ফর এডিবল অয়েল নামে একটি প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন রাজ্যে তৈল বীজ চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের আটটি জেলাতেও রেড পাম ওয়েল চাষ শুরু করা হয়েছে। মূলত পতঞ্জলি ফুডস এবং গোদরেজ এগ্রোভেট নামের দুটি সংস্থা রাজ্যজুড়ে এই কাজ সম্পন্ন করছে। এরই প্রেক্ষিতে শুক্রবার ত্রিপুরা রাজ্যের চাষীদের জন্য উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগ ও পতঞ্জলি ফুডস লিমিটেড যৌথ উদ্যোগে রেড ওয়েল পাম চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলার একটি হোটেলে।
এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ড ফনি ভূষণ জমাতিয়া, পতঞ্জলি গ্রুপের তরফে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের আধিকারিক অশোক কুমার সিং, ত্রিপুরার আধিকারিক অয়ন সরকার সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 
 পাম তেল চাষের সুবিধা, এবং কৃষকরা কি কিভাবে লাভবান হবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত সকলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ