Advertisement

Responsive Advertisement

জম্মু-কাশ্মীরের হত্যার ঘটনার প্রতিবাদে আগরতলায় বিএমএস'র উদ্যোগে মৌন মিছিল



আগরতলা, ২৫ এপ্রিল : জম্মু-কাশ্মীরের পাহেলগাঁও-এ পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের দ্বারা সংগঠিত নৃশংস হামলা এবং হত্যাকান্ডের প্রতিবাদের সরব সারা দুনিয়া। এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে মৌন মোমবাতি মিছিলের আয়োজন করে ভারতীয় মজদুর সংঘ'র ত্রিপুরা প্রদেশ কমিটি। শুক্রবার সন্ধ্যায় রাজধানী আগরতলার তুলসীপ্রতী স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের কয়েকশো সদস্য সদস্যা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমএস ত্রিপুরা প্রদেশের মহামন্ত্রীতপন কুমার দে, দীপঙ্কর দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের এই কর্মসূচিতে সংগঠনের পশ্চিম জেলা শাসকের অফিস থেকে বিপুল সংখ্যায় সদস্যরা উপস্থিত হয়ে ছিলেন। মিছিলে উপস্থিত সকলে এদিন বুকে কালো ব্যাজ ধারণ করে ছিলেন। 
 এ প্রসঙ্গে সংগঠনের ত্রিপুরা প্রদেশের মহামন্ত্রী বলেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর একটি সুন্দর এবং স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এর ফলে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সেখানে ঘুরতে যাচ্ছিলেন। এমনকি বিদেশি পর্যটকরা ও আসছিলেন এই পরিস্থিতিতে ইসলামী মদদ পুষ্ট সন্ত্রাসীরা সেখানে বর্বর রচিত হত্যাকাণ্ড চালায়। এর চেয়ে আরো ভয়ংকর ঘটনা হলো এই জঙ্গিরা মানুষের ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করে। এ ধরনের জঘন্য ঘটনা তীব্র নিন্দা জানানো হয় সংগঠনের তরফে। সেই সঙ্গে ঘটনা মৃতদের আত্মার সদগতি এবং পরিবার-পরিজনদের গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি এ দিনের এই মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যারা ভারতের ঐক্য এবং সংহতিকে নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে কোন বাবাই রেহাই দেওয়া হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ