Advertisement

Responsive Advertisement

প্যালেস কম্পউন্ড এলাকায় সোনার চেনসহ ধৃত এক চোর



আগরতলা, ৫ এপ্রিল : পুলিশের নিরাপত্তার মধ্যেও রাজধানী আগরতলায় মাঝে মাঝেই ছিনতাই এর ঘটনা ঘটছে, সুযোগ পেলেই হাত সাফাই করছে ছিনতাইকারীরা। শনিবার এমনই এক চোরকে আটক করেছে প্যালেস কম্পাউন্ড এলাকার জনগণ। এক মহিলার গলা থেকে হার ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে সে। স্থানীয় জনগণ তাকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। ধৃত যুবককে থানায় নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চলছে। এই ধরণের ঘটনা প্রায়ই আগরতলা শহরে ঘটছে। সুযোগ পেলেই এরা রাস্তাঘাটে মানুষের কাছ থেকে স্বর্ণালংকার কিংবা টাকা পয়সা ছিনতাই করছে। সুযোগ বুজে বাড়ি ঘরে ঢুকেও হাত সাফাই করছে। অধিকাংশ ক্ষেত্রে নেশাগ্রস্তরা এই সমস্ত চুরি ছিনতাই এর সঙ্গে জড়িত বলে অভিযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ