আগরতলা, ২৫ এপ্রিল : ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতিপ্রাপ্তির পথে আরও এক ধাপ এগুলো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন বা টিও এ ।ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের বিধি অনুসারেই আগামী ১৫ দিনের মধ্যে সংস্থার নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হবে। শুক্রবার শহীদ ভগত সিং যুব আবাসে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের ত্রিপুরা এড হক কমিটির বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত সর্বসম্মতি ক্রমে গৃহীত হলো।
অবশেষে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা সমস্যার সমাধান হলো ।ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেল ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন। বাতিল হয়ে গেল তথাকথিত ক্রীড়া সংগঠন দি ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার জন্য তরজা চলছিল ।এই সমস্যা সমাধানে আই ও এ অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ত্রিপুরার জন্য একটি তিন সদস্যের অ্যাডহক কমিটি গড়ে দেয়। এই অ্যাড হক কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয় মিস্টার জন এফ কারসিংকে। শুক্রবার চেয়ারম্যান জন এফ কারসিং শহীদ ভগত সিং যুব আবাসে দুই সংসার কর্মকর্তাদের ডাকেন ।এই বিশেষ বৈঠকে রাজ্য ক্রিয়া প্রসদ এবং রাজ্য ক্রিয়া দপ্তরের পর্যবেক্ষকরাও উপস্থিত ছিলেন ।কিন্তু এই বৈঠকে দি ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোন কর্মকর্তা উপস্থিত হননি। অপরদিকে ত্রিপুরা অলম্পিক অ্যাসোসিয়েশনের সবাই এই বৈঠকের যোগদান করেন ।এই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৫ দিনের মধ্যে সংস্হার নির্বাচনৎঅনুষ্ঠিত হবে ।এই নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবেন ।এদিন বৈঠক শেষে আই ও এ'র ত্রিপুরা চ্যাপ্টারের এড হক কমিটির চেয়ারম্যান জন এফ কারশিং এই সংবাদ জানান। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বেজায় খুশি। এদিন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় ,ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের স্বীকৃতি প্রাপ্তির ব্যাপারে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,ক্রীড়া মন্ত্রী টিংকু রায় এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি ঊষা প্রচুর সহযোগিতা করেছেন ।সংগঠনের পক্ষ থেকে এর জন্য তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।
0 মন্তব্যসমূহ