Advertisement

Responsive Advertisement

এক দেশ এক ভোট চালু হলে যে টাকা বাঁচবে তাতে নতুন নতুন স্কিম আসবে : বিপ্লব





আগরতলা, ৭ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন। আমি উনাকে চিনি, আপনারা যা চাইছেন নিশ্চিত তা পাবেন। এক দেশ এক ভোট চালু হলে যে টাকা বাঁচবে তাতে নতুন নতুন স্কিম আনা হবে। আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের উদ্দেশে এই কথাগুলি বলেন সাংসদ বিপ্লব কুমার দেব। 
এক দেশ এক ভোট চালু করার ক্ষেত্রে জনমত গঠনে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। তাই সেদিকে লক্ষ রেখে সোমবার এক দিনের কনভেনশন হয় রাজধানীর রবীন্দ্র ভবনে। সেখানে বক্তব্ব রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব এক দেশ এক ভোট চালু হওয়ার পর কি সুবিধা পাওয়া যাবে তা তুলে ধরেন। বিপ্লব বলেন, তাতে যে লক্ষ কোটি টাকা বাঁচবে তা দিয়ে নতুন নতুন প্রকল্প আসবে। তিনি আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর ভরসা রাখার জন্যে বলেন। এক প্রকার নিশ্চয়তা দিয়ে বলেন, মোদিকে আমি চিনি। তিনি যা বলেন তা করেন। আপনারা নিশ্চিত থাকুন যা চাইছেন তা আসবে। আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের কাজের প্রশংসা করেন বিপ্লব। বলেন মোদী অঙ্গনওয়ারি থেকে পড়েই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কোনো ইংরেজি মাধ্যম প্লে স্কুল থেকে নয়। রাষ্ট্র নির্মাণে যারা এগিয়ে এসেছেন তারা অঙ্গনওয়ারিতেই পড়াশোনা করেছেন। আশা কর্মীরাও গর্ভবতী মায়েদের যে ভাবে পরিষেবা দেন তার প্রশংসা করেন এই সাংসদ। বলেন দায়িত্ব নিষ্ঠান সঙ্গে পালন করলে সাফল্য আসবেই। 
মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফ্যাসিলিটেটরস ও আশা কর্মী এসোসিয়েশন এবং অঙ্গনারী কর্মী ও সহায়তা এসোসিয়েশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব করসহ অন্যান্যরা। অনুষ্ঠানে আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের উল্লেখযোগ্য সংখ্যায় উপস্থিত থাকতে দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ