আগরতলা, ৬ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির ৪৬ তম প্রতিষ্ঠা দিবসে বিজেপি কিষাণ মোর্চা সিমনা মন্ডলের উদ্যোগে ব্রহ্মকুণ্ড মেলায় এক জলসত্রের আয়োজন করা হয়। তপ্ত দুপুরে মেলায় পূর্ণার্থীদের জল তেষ্টা মেটানোর মাধ্যমে কিষান মোর্চা সিমনা মন্ডল প্রতিষ্ঠা দিবসটি অত্যন্ত তাৎপর্য পূর্ণ ভাবে পালন করে। উপস্থিত ছিলেন বিজেপি কিষান মোর্চার প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় কিষান মোর্চা সিমনা মণ্ডল সভাপতি বেনুভূষণ দেব সহ বিজেপি মন্ডল নেতৃত্ব গন। এক সংক্ষিপ্ত আলোচনা কিষান মোর্চা রাজ্য সভাপতি প্রদীপ বরন রায় বলেন সেবা ই সংগঠন। বিজেপি দল শুধু রাজনীতি করে না দেশ শাসন করে না বিজেপি দল হল সমাজসেবার এক নাম এই দল নিজের দেশ মাতৃকা ও বিশ্বের নিপীড়ত আর্ত মানুষের সেবার মাধ্যমে আজ বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এই দলে ভারতের দুজন প্রধানমন্ত্রী রয়েছেন যাদের তুলনা এই বিশ্বে মেলা ভার। ভারতরত্ন অটল বিহারী বাজপাই প্রধানমন্ত্রী হিসাবে ভারতকে প্রথম আলোর দৃষ্টি দেখিয়েছেন তিনি বিজেপি দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা অবতার পুরুষ নরেন্দ্র মোদী ভারতের অর্থনীতি সামরিক শক্তি কৃষি ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও অন্নের সংস্থান দিয়ে ভারতকে এক গৌরবময় স্থানে পৌঁছে দিয়েছেন। আমরা ভারতের ১৩ কোটি জনগণ এই দলের সদস্য পদ লাভ করে গৌরব বোধ করছি।
0 মন্তব্যসমূহ