দীপঙ্কর দেবনাথ, মোহনপুর, ৭ এপ্রিল: সোমবার মোহনপুর বিধানসভার গোপাল নগরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত রাম মন্দির উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এই সময় মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন আনিতা দেবনাথ হরিনাখলা গ্রাম পঞ্চায়েত প্রধান অজয় দেব সমাজসেবক কার্তিক আচার্য সহ স্থানীয় নেতা কর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী রতন লাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই রাম মন্দির নিয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বলেন এই রাম মন্দিরটি স্থানীয় জনগণের প্রচেষ্টায় স্থাপিত হয়। এখন থেকে সব সময় স্থানীয়রা রামের আরাধনায় ব্রতী হবেন। তিনি আরো বলেন ইদানিং কলে মানুষ রামের প্রতি আগের মতো আকৃষ্ট হচ্ছে। পাশপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যাক্ত করেন রাম মন্দির এবং সনাতন ধর্ম প্রচার প্রসার নিয়ে।
0 মন্তব্যসমূহ