আগরতলা, ৬ এপ্রিল: ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন তথা টি আর এল এম'র মূল কাজ হচ্ছে গ্রামীন মানুষ বিশেষ করে মহিলাদের আর্থিক অবস্থা উন্নতি করার জন্য তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং হাতের কাজ শেখানো। এর জন্য বিভিন্ন এলাকা থেকে স্বসহায়ক দলের মাধ্যমে টিআরএলএম'র সহায়তায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মিশনের চেষ্টার ফলে রাজ্যের মহিলারা লাখপতি দিদি হিসেবে উঠে এসেছেন। মহিলাদের কাজের প্রতি একাগ্রতা দেখে এখন শুধুমাত্র তাদের আর্থিক অবস্থার উন্নতিকেই নয় বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ও যাতে মহিলারা মানুষের সহায়তা করতে পারেন তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে গত বছর রাজ্য জুড়ে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এর ফলে বহু মানুষ আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হয়ে ছিলেন। এমন প্রাকৃতিক বিপর্যয়ের কথা চিন্তা করে স্ব সহায়ক দলের মহিলাদেরকেও প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য প্রশিক্ষণ করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকা প্রায় আড়াইশো জন স্বসহায়ক দলের সদস্যদেরকে বিপর্যয় মোকাবিলার উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন রাজ্য টিআরএলএম'র চিপ অপারেটিং অফিসার ড. দ্বীপায়ন ঘোষ। তিনি আরো জানান, স্ব সহায়ক দলের সদস্যদের বিপর্যয় মোকাবিলার উপর প্রশিক্ষণ দেবেন জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর প্রশিক্ষকরা। এর জন্য ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর উত্তর-পূর্বাঞ্চলের কমেন্ডের সঙ্গে এই বিষয়ে আলোচনা। পাশাপাশি আগামী বছর রাজ্যের ১০ হাজার স্ব সহায়ক দলের সদস্যদের দক্ষতা বৃদ্ধির উপর প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান। বর্তমান সময়ে ৫০ মহিলাকে গাড়ি চালানোর প্রশিক্ষন দেওয়া হচ্ছে টিআরএলএম থেকে।
পাশাপাশি তিনি আরো বলেন, টিআরএলএম রাজ্যের গ্রামীণ মানুষের বিশেষ করে গ্রামীণ মহিলাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য ব্যাপক কাজ করছে। কাজের নিরিখে ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকে ত্রিপুরা রাজ্য গ্রামীণ জীবিকা মিশন তথা টি আর এল এম এর ব্যাপক সুনাম রয়েছে।
0 মন্তব্যসমূহ