আগরতলা, ২৫ এপ্রিল: সেরা ব্লক হিসেবে নির্বাচিত হলো পশ্চিম জেলার অন্তর্গত বামুটিয়া ব্লক। পিডিআই স্কোরের নিরিখে এই উৎকর্ষতার ঘোষণা করা হয়। এ উপলক্ষ্যে শুক্রবার পশ্চিম জেলা শাসকের অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেরা ব্লকের শিরোপার ট্রফি তুলে দেওয়া হয় বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্যের হাতে। মন্ত্রী সুধাংশু দাস এই পুরস্কার তুলে দেন।
এই অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলা শাসক ডা বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কার্যনির্বাহী সভাধিপতি, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসকসহ অন্যান্য আধিকারিকরা।
এপ্রসঙ্গে উল্লেখযোগ্য যে সাধারণ মানুষের আর্থিক অবস্থার ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্যের নেতৃত্বে সকল কর্মচারীরা দারুন কাজ করছেন। এর ফলে খুশি সাধন মানুষ।
0 মন্তব্যসমূহ