Advertisement

Responsive Advertisement

আইজিএম হাসপাতাল ও ডেন্টাল কলেজে আচমকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী




আগরতলা, ৫ এপ্রিল: শনিবার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল তথা আইজিএম হাসপাতাল ও আগরতলা সরকারি ডেন্টাল কলেজে আচমকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 
পরিদর্শনে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলে পরিষেবা সম্পর্কিত খামতিগুলি নিরসনে গুরুত্ব তুলে ধরেন তিনি। সেই সঙ্গে রোগীদের চিকিৎসায় যাতে কোন ত্রুটি না থাকে সেটাও নিশ্চিত করতে বললেন। 

                        রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছেন প্রফেসর ডাঃ মানিক সাহা। দায়িত্ব গ্রহণ করেই সকলের জন্য স্বাস্থ্য পরিষেবাকে অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করছেন তিনি। বিশেষ করে রাজ্যের হাসপাতালগুলিতেই যাতে মানুষ সব ধরণের চিকিৎসা পরিষেবার সুযোগ পান এবং রোগী রেফারের সংখ্যা যাতে শূন্যে নামিয়ে আনা যায় সেই লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করছেন ডাঃ সাহা। ব্যস্ততার মধ্যেও সময় পেলেই হাসপাতালগুলির কাজকর্ম খতিয়ে দেখতে ছুটে যাচ্ছেন। এই অবস্থায় শনিবার আচমকা রাজধানীর আইজিএম হাসপাতাল পরিদর্শন করতে যান মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলেন। জেনে নেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। 
                              এবিষয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখ্যমন্ত্রী জানান, এই আইজিএম হাসপাতালটি একেবারেই আগরতলার প্রাণকেন্দ্রে রয়েছে। এটি বহু পুরনো হাসপাতাল। চাপের মধ্যে থেকেও এখানকার চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা বেশ ভালো চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। তবে কিছুক্ষেত্রে সমস্যা রয়েছে। এক্ষেত্রে হাসপাতালটির উপর চাপ বেশি থাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিছু সমস্যা রয়েছে। এবিষয়ে রোগীদের পরিজনদের মধ্যেও কিছুটা সচেতনতার অভাব রয়েছে। তাই সেগুলি কাটিয়ে উঠতে হবে। আর কর্পোরেট সেক্টর থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। অথচ কর্পোরেট সেক্টর থেকে ১০ গুণ খরচ করা হয় সরকারি হাসপাতালগুলিতে। আমি আজ এসমস্ত বিষয় দেখে গেলাম। যেখানে যেখানে ঘাটতি রয়েছে সেগুলি কাটিয়ে উঠার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হবে। আজকে এখানে আসার মূল উদ্দেশ্য এটাই। 
                             স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সাহা আরো জানান, আগের তুলনায় আইজিএম হাসপাতাল এখন অনেক উন্নত হয়েছে। আমি আইজিএমের মেডিকেল সুপারের সাথেও কথা বলেছি। তিনি কাজে খুবই সক্রিয়। এখানে এসে বসার জায়গার পরিকাঠামোও খতিয়ে দেখেছি। হাসপাতালের পরিষেবা বলতে গেলে অন্তহীন। আজ ডেন্টাল কলেজও ঘুরে দেখেছি। সেটা কি অবস্থায় আছে এবং সবাই সময়মতো আসেন কিনা সেসব বিষয় খতিয়ে দেখেছি। এর পাশাপাশি কি ধরণের রোগী আসেন সেটাও খোঁজ নিয়েছি। এখানে আসার আরো একটি কারণ হচ্ছে সবাইকে সতর্কতা দেওয়া যে স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এসেছেন। আজ কোন ধরণের আগাম বার্তা ছাড়া আমি এখানে এসেছি। এতে কোন কোন জায়গায় কি কি সমস্যা আছে সেটাও বোঝা যায়। মূলত, খামতিগুলি চিহ্নিত করে তার সমাধান করতে পারলে ১০০ শতাংশ পরিষেবা দেওয়া সম্ভব হবে। সমস্যা থাকবে এবং এর সমাধানও করতে হবে। 
                              এদিন আইজিএম হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ড সরেজমিনে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ