আগরতলা, ৫ মার্চ: রাজ্যের উদ্যান এবং বাগিচা ফসল চাষ সংক্রান্ত বিষয়ে শনিবার রাজ্য ভিত্তিক এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে আয়োজিত মাসিক এই বৈঠকের পৌরহিত্য করেন উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস। এছাড়াও এই দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ড. রাজীব ঘোষ, পশ্চিম জেলার উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর সুজিত কুমার দাস সহ বাকি ৭ জেলার এই দপ্তরের সহ অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা।
এদিনের এই বৈঠক সম্পর্কে ড. রাজীব ঘোষ জানান, উদ্যান এবং বাগিচা ফসল বিষয়ক আগামী দিনের কর্মসূচি নিয়ে এদিনের বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। তিনি আরো বলেন, উদ্যান জাত ফসলের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক রয়েছে। এদিনের বৈঠকের আলোচ্য বিষয় গুলির মধ্যে অন্যতম একটি ছিল, বর্তমানে রাজ্যে এআরসি পদ্ধতিতে প্রতিটি জেলাতেই আলু চাষ করা হয়েছে এবং আলুর ব্যাপক ফলন হয়েছে। আগামী দিনে যাতে রাজ্যকে আলু বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করা যায় এই লক্ষ্যকে সামনে রেখে এখন কাজ করা হচ্ছে। এআরসি পদ্ধতিতে উৎপাদিত আলুগুলি এখন কৃষকদের কাছ থেকে কেনার প্রক্রিয়া চলছে। সহায়ক মূল্যে এই আলুগুলো রাজ্যের বিভিন্ন জায়গার কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে। আলু গুলোকে সঠিকভাবে হীম গরে রাখার জন্য বেশ কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। এরমধ্যে রয়েছে আলুগুলোকে ভালো করে বরিক পাউডার মিশিয়ে রাখা হচ্ছে এর পরবর্তী পর্যায়ে এগুলোকে বস্তায় ভরে হীম ঘরে এক বছরের জন্য মজুদ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সামগ্রী গুলি দেওয়া হয়েছে বলেও জানান। আগামী বছর ৪০০০ এর বেশি কৃষকের মধ্যে এআরসির আলু বীজ বিতরণ করা হবে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ বলে জানান।
0 মন্তব্যসমূহ