Advertisement

Responsive Advertisement

আগরতলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এডুকেশন কনক্লেভ


আগরতলা, ৪ এপ্রিল : ত্রিপুরা রাজ্য প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ ২.০। শনিবার রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্য সরকারের বন এবং বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও এই কনক্লেভে উপস্থিত থাকবেন ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চল এবং পূর্ব ভারতের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদেরা। এই উপলক্ষে শুক্রবার বিকেলে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে ব্যতিক্রমের পক্ষে একতা জানান ড. সৌমেন ভারতীয়। 
 তিনি আরো বলেন, সমগ্র উত্তর-পূর্বাঞ্চল সহ সারা ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান গুলির কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা যাতে টাকা খরচ করে পড়াশোনা করার পর সঠিক চাকরি পায়। বিশেষ করে আর্থিক ভাবে সফল হতে পারে এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হবে। আরো জানানো হয় গত ১০ বছরে পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে, যেমন দক্ষতা বৃদ্ধি গ্রুমিং স্কিল ডেভেলপমেন্ট, টাকা খরচ করে পড়াশোনা সম্পন্ন করার পর যাতে সফল ভাবে ভালো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায়, শাট আপ কি করে শুরু করতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। 
 কোন ব্যবসায়িক উদ্দেশ্য নয় ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদেরকে পাঠ্যক্রম এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার গঠনের বিষয়ে সচেতন করার মূল লক্ষ্যকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এর আগে তারা বাংলাদেশে এ ধরনের কর্মসূচির আয়োজন করেছিলেন বলেও জানানো হয়। 
 বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলীরাও এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ