Advertisement

Responsive Advertisement

মাশরুম চাষ বিষয়ক দুদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত


আগরতলা, ২৫ এপ্রিল : পশ্চিম জেলার বামুটিয়া ব্লকের অন্তর্গত ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অফিসের উদ্যোগে মহিলাদেরকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বছর বর নানা প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে দুদিন ব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে এই শিবিরের একটি পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে গবেষণা কেন্দ্রের প্রধান ড. রাজীব ঘোষ, অভিনাশ দাস সহ অন্যান্য আধিকারিকরা মাসুম চাষের বাণিজ্যিক দিক সহ চাষের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন। পরবর্তী সময় তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। দুদিনের এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন স্বসহায়ক দলের মোট ২৫ জন মহিলা সদস্য উপস্থিত হয়েছিলেন। 
এই প্রশিক্ষণ সম্পর্কের ডঃ রাজীব ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন, বিভিন্ন ধরনের মাশরুম চাষ এবং তার ব্যবসায়ীক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন ২৫ জনের মধ্যে ১১ জন সদস্য হচ্ছেন কৃষি সখি, বাকি ১৪ জন বিভিন্ন প্রডিউসার গ্রুপের সদস্যা। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সঠিকভাবে মাশরুম চাষ করলে আগামী দিন তারা হার্দিকভাবে লাভবান হতে পারবেন বলেও জানান। 
 প্রশিক্ষণ নিতে আসা মহিলারাও জানান খুব ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদেরকে বাড়ি গিয়ে তারা বাণিজ্যিক ভাবে মাশরুম চাষের উদ্যোগ নেবেন। এইজন্য তারা সরকারকে ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ