Advertisement

Responsive Advertisement

আগরতলা মন্ডলে কিষান মোর্চার কৃষক সম্মাননা

আগরতলা, ৭ এপ্রিল: বিজেপি প্রতিষ্ঠা দিবস উদযাপনের অঙ্গ এবং ভারতরত্ন বি আর আম্বেদকরের জন্ম দিবসকে সামনে রেখে ৬ আগরতলা মণ্ডল পিছিয়ে পড়া বর্গের ১৫ জন কৃষককে সংবর্ধনা জ্ঞাপন করে। সভার উদ্বোধন করেন বিজেপি প্রদেশ সহ-সভানেতৃ পাপিয়া দত্ত, উপস্থিত ছিলেন বিজেপি কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায়, কিষান মোর্চা প্রদেশ সম্পাদক ডঃ প্রণব পাল, বিজেপি ৬ আগরতলা মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য বিজেপি কিষান মোর্চা সদর জেলা সভাপতি প্রণব পাল প্রমূখ সভায় সভাপতিত্ব করেন বিজেপি কিষাণ মোর্চা ৬ আগরতলা মন্ডল সভাপতি সুুকমল অধিকারী মহাশয় প্রধান অতিথির ভাষনে পাপিয়া দত্ত বিজেপি শাসনকালে যে সকল প্রকল্পসমূহ অন্নদাতাদের হিতার্থে গ্রহণ করা হয়েছে তার বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন বিজেপি সরকারের সময় কৃষকরা সবচাইতে বেশি লাভবান হয়েছেন উনারা সরকারের নিকট থেকে বিভিন্ন প্রকার উপকার পেয়েছেন যেগুলো পূর্ববর্তী সরকারের আমলে আশা করা যেত না। বিশেষ অতিথির ভাষণে কৃষাণ মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় তথ্য দিয়ে গত সাত বছরে এই রাজ্যের কৃষকরা সরকার থেকে কি কি ভাবে উপকৃত হয়েছেন তার বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন সেবাই সংগঠন বিজেপি দলটাই সেবার দল আমাদের মূল উদ্দেশ্য সমাজের সকল অংশের মানুষের উন্নতি এটাই অন্য দলের সাথে আমাদের পার্থক্য। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য, কিষান মোর্চা প্রদেশ সম্পাদক ডঃ প্রণব পাল প্রমূখ সভায় স্বাগত ভাষণ রাখেন কিষান মোর্চা ৬ আগরতলা মন্ডল সভাপতি সুকোমল অধিকারী মহাশয়। উত্তরীয় ফুল ও ফলে চারা দিয়ে ১৫ জন প্রবীণ কৃষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সভায় মাতৃ শক্তির উপস্থিতি ছিল লক্ষণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ