আগরতলা, ৮ এপ্রিল: ভারতের বর্তমান বিজেপি সরকার নিজেদেরকে সকল অংশের মানুষের কল্যাণকামী সরকার দাবি করলেও প্রতিনিয়ত জীবন দায়ী ঔষধের দাম বৃদ্ধি করছে। বর্তমানে চীন এবং পাকিস্তানের মতো দেশের চেয়েও ভারতে জীবনদায়ী ঔষধের দাম অনেক বেশি এই অভিযোগ কংগ্রেসের। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি আরো বলেন জীবন দায়ী ঔষধের মূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষের পকেট থেকে প্রায় ২০০ কোটি টাকার বেশি খরচ হচ্ছে। সেই সঙ্গে তিনি আরো বলেন রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি পেয়েছে ৫০ টাকা। গাড়ির জ্বালানি গ্যাসের দাম কেজি প্রতি দাম বৃদ্ধি পেয়েছে ১ টাকা, পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় দু টাকা প্রতি লিটার বলে দাবি করেন। পাশাপাশি তিনি আরো দাবি করেন শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ উধাও হয়ে গিয়েছে সম্প্রতি। কিন্তু এরপরও দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকার নীরব। এই পরিস্থিতিতে সরকারকে মানুষের কল্যাণে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে দাবি জানান। কিন্তু সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে ধনী মানুষের কথা চিন্তা করছে বলে অভিযোগ করেন। সেই সঙ্গে তিনি আরো জানান সাধারণ মানুষের কল্যাণে প্রাক্তন ইউপিএস সরকার কাজ করেছে বলেও দাবি করেন তিনি।
এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তীর সহ অন্যান্যরা।
0 মন্তব্যসমূহ