আগরতলা, ৪ এপ্রিল : দেশের সুপরিচিত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জেআইএস গ্রুপ। এই সংস্থার অধীনে স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় রয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে তোলা এবং অর্থনৈতিক ভাবে যাতে প্রতিষ্ঠিত হতে পারে ছাত্রছাত্রীরা এই বিষয়টিকে মাথায় রেখে প্রতিষ্ঠানটি কুড়ি বছরের বেশি সময় ধরে পরিষেবা প্রদান করে আসছে। আগরতলায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এডুকেশন কনক্লেভ সামনে রেখে জেআইএস পরিচালন কমিটির একটি টিম বর্তমানে আগরতলায় রয়েছেন। তাই শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে প্রতিষ্ঠানের উচ্চ অধিকারীরা সংবাদ মাধ্যমের সঙ্গে মিলিত হয়ে তাদের পরিষেবা এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয় পয়সা রোজগার তাদের মূল উদ্দেশ্য নয়, যুব ভারতকে সমৃদ্ধ করা এবং এগিয়ে নিয়ে যাওয়া ও আত্মনির্ভর করে তোলার সংকল্পকে সামনে রেখে তারা নিরলস কাজ করে যাচ্ছেন গোটা পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত জুড়ে। ত্রিপুরা রাজ্যবাসীর সহযোগিতা পেয়ে আসছেন এবং রাজ্যের ছাত্র ছাত্রীদের মধ্যে পরিষেবা দিয়ে তারা খুশি। আগামী দিনেও তারা তাদের পরিষেবা তুলে ধরতে চান বলে জানানো হয়। সেই সঙ্গে তাদের প্রতিষ্ঠানের ঐতিহ্য তোলে ধরনের কর্মকর্তারা।
0 মন্তব্যসমূহ